রাজশাহী মহানগরী পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের মধ্যে আ.লীগ ও যুবলীগের তিন নেতা রয়েছেন। তাদের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত নেতারা হলেন: অহিদুল ইসলাম (৪৪), বাগমারা থানার ১১ নং গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।মুক্তার হোসেন (৪২), রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক।আলমগীর (৩২), ১৮ নং ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।অন্য ২৩ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে, যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত, ৫ জন মাদক মামলায় এবং ৮ জন অন্যান্য মামলায় জড়িত।