সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। ১২ ও ১৩ নভেম্বর (২০২৫) রাতব্যাপী গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বলসহ নানা পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও জব্দ করা হয়।
অপরদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহযোগিতায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ তিনটি গাড়ি আটক করা হয়।
বিজিবির তথ্যানুসারে, গতকাল রাতব্যাপী এসব অভিযানে মোট আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৩৬৫ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”
জাল টাকা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি অস্ত্র ও মাদক পাচার রোধেও বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
আটককৃত পেঁয়াজ ও অন্যান্য চোরাচালানী মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে বলে জানান ।