কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন সফল করতে মশাল মিছিল ও বিভিন্ন সড়কে ব্যারিকেড দেয়ার চেষ্টা করে। তাছাড়া বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন দিয়ে ক্ষতি সাধন করে। পুলিশ অভিযান চালিয়ে মশাল মিছিলে নেতৃত্ব দানকারী কাল মিয়াকে(৫০) আটক করে। আটক কালা মিয়া লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাই-এর ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
জানা যায়, বৃহস্পতিবারের লকডাউন সফল করতে বুধবার দিবাগত রাতের শেষ দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীগণ উপজেলার লোহাজুরী ইউনিয়নে মশাল মিছিল করে। তাছাড়া ভৈরব-কিশোরগঞ্জ সড়কের মধ্যপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে এবং পাড়া মঙ্গলভোগ রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টির চেষ্টা করে। কটিয়াদী বাসস্ট্যান্ডে বিআরটিসি বাসে আগুন দিয়ে ক্ষতি সাধন করে। এ সবই ছিল গভীর রাতের ঘটনা। তবে লকডাউনে দিনের বেলা কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি।
কটিয়াদী বিআরটিসি বাসের কাউন্টার মাস্টার নজরুল ইসলাম বলেন, ভোরে তিনজন লোককে দাড়িয়ে থাকা বাসের অদুরে অপেক্ষা করতে দেখা যায়। সুযোগ বুঝে গাড়ির চাকায় আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, মশাল মিছিলে নেতৃত্বদানকারী একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। রেলপথ বা সড়কে গাছ ফেলে আগ্নিসংযোগের কোন সংবাদ পাওয়া যায়নি। তবে মধ্যপাড়া নামক স্থানে রাতে দুটি গাড়িতে ইট পাটকেল মারার ঘটনাটি অবহিত হয়েছি।