কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের লকডাউন

কটিয়াদীতে বিএনপির প্রতিবাদ মিছিল

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৫:৩১ পিএম
কটিয়াদীতে বিএনপির প্রতিবাদ মিছিল

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল করে দলীয় নেতা কর্মীবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে ডাক বাংলো সংলগ্ন পৌর মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক, আতিকুল ইসলাম আতিক, যুগ্ম সাধারণ  সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, সামসুল হক চান মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান ওবায়দুর, যুবদল নেতা আব্দুল আজিজ, স্বেচ্ছা সেবক দল নেতা আবুল কাসেম প্রমুখ।  

বক্তাগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে কোন ধরণের নাশকতা সৃষ্টির পায়তারা করলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুশিয়ার করে দেন। 

আপনার জেলার সংবাদ পড়তে