চাটমোহরে মুরগীর খামারের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৫:৩৩ পিএম
চাটমোহরে মুরগীর খামারের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে আবাসিক এলাকায় মুরগীর খামার স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। খামারের বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে ভাদড়া গ্রামের আঃ সামাদ মন্ডলের স্ত্রী মোছাঃ জেসমিন সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে জানা গেছে,ভাদড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মঞ্জুর হোসেন কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে সরকারি জায়গার অংশ জবরদখল করে এই মুরগীর খামারটি স্থাপন করেছেন। পরিবেশ অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট কোন দপ্তর বা বিভাগের কোন অনুমোদন নেই। এতে করে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী দ্রুত খামারটি অপসারণ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে