কালীগঞ্জে অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের তারুণ্যের উৎসব

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:১৫ পিএম | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:১৫ পিএম
কালীগঞ্জে অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের তারুণ্যের উৎসব

ভবিষ্যৎ প্রজন্মকে ব্যাংকিং বিষয়ক প্রাথমিক ধারণা, সঞ্চয় করার অভ্যাস ও অর্থ ব্যবস্থাপনা সর্ম্পকে সম্মুখ ধারণা প্রদানের লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় “তারুণ্য উৎসব - ২০২৫”ঝিনাইদহের কালীগঞ্জে  আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। অনুষ্ঠানটি ১৩ নভেম্বর শহীদ নুর আলী  কলেজের হল কক্ষে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। কলেজটির  অধ্যক্ষ মাহবুবা ফেরদৌস তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের  কালীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সাইদুর শিকদার,প্রফেসর আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, আয়েশা আক্তার চার্লি, জাফর ইকবাল, ব্যাংকটির কালীগঞ্জ শাখার লোন অফিসার মেহেদি মুনিম,মার্কেটিং অফিসার সাজ্জাদ ইকবাল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইএফআইসি কালীগঞ্জ শাখার সহকারী কর্মকর্তা রাহামনি খানম। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে  শতাধিক  তরুণ শিক্ষার্থীদের মাঝে  অর্থিক সু-ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সর্ম্পকে বিস্তারিত তুলে ধরা হয়। উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক পর্যায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার এবং খাবার বিতরণ করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে