কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আর,এইচ,এল প্রকল্পের উদ্যোগে এক অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় এই অভিজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়। সফরে অংশগ্রহন করেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ও নবলোক পরিষদের আর,এইচ,এল প্রকল্পের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের উপকারভোগী সদস্যরা। জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রকল্প সমন্য়কারি মোঃ ইউসুফ আলী জানান, এ সফরের উদ্দেশ্য ছিল আধুনিক ও জলবায়ু পরিবর্তন সহনশীল প্রযুক্তি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন। যাতে করে অংশ গ্রহণ কারীগণ আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ, মাঁচা পদ্ধতিতে ছাগল পালন এবং জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ি পরিদর্শন করে বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে পারে । এ সময় আগত উপকারভোগী সদস্যরা মাঠ পর্যায়ে উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন এবং উদ্ভাবনী উদ্যোগ সমূহ প্রত্যক্ষ করেন। সফর শেষে মত বিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করবে বলে আশ্বাস প্রদান করেন। উপস্থিতিতরা আয়োজক কারী প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশন ধন্যবাদ জানান। উল্লেখ্য এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন সহনশীল আবাসন ও টেকসই জীবিকায়ন উন্নয়নে তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়।