ভেড়ামারায় বিএনপি'র সভায় সামসুজ্জামান খান

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
ভেড়ামারায় বিএনপি'র সভায় সামসুজ্জামান খান

কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী, বিএনপি'ও অন্যাতম নেতা ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সামসুজ্জামান খান বলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাহার হলে এই আসনে আমি ধানের শীর্ষ প্রর্তীক নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ। বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ, সে পথকে বাধাগ্রস্ত করা; বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সে নির্বাচন বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলার জন্যই এ সংকট তৈরি করা হয়েছে। সামসুজ্জামান খান আরো বলেন, ধানের র্শীষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’‘স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।’ এছাড়াও দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সকলের সমর্থন প্রত্যাশা। বৃহস্পতিবার বিকাল ৪টা৩০ মিনিটে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তরভবানীপুরে বিএনপি'র মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিএনপি'র মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, এ বি এম আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী, বিএনপি'ও অন্যাতম নেতা ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুজ্জামান মুনিম, রুহুল অমিন, হাবিবুর রহমান, জয়নাল হোসেন, শামী, সাহান, সুজা, পাপুল, মুফতি সাব্বির হোসেন প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে