ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নেশাগ্রস্ত টিকটকার ভাতিজার বাঁশের লাঠির আঘাতে চাচা কবীর হোসেন (৩০) নিহত হয়। ঘটনাটি ঘটে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি চকপাড়া গ্রামে। স্বজনদের তথ্যমতে, নিহত কবির হোসেন চকপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি বাড়ির পাশের একটি মাছের খামারে ঢাকরী করতো। স্থানীয়রা জানান, ঘাতক খোকা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২১) এলাকায় উশৃংখল হিসেবে পরিচিত এবং টিকটকে ভিডিও নির্মাণ করতো। সে প্রায়শই নেশা করে উল্টাপাল্টা আচরণ করতো। নিহতের অপর ভাতিজা ফরহাদ জানান, বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মাছের খামারে আরিফুল একা পেয়ে চাচার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। তৎক্ষনাৎ সে পানিতে লুটিয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পানি থেকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয় থানায় খবর দিলে পরদিন বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজামান বলেন, নিহতের ভাতিজা আরিফুলকে ঘটনার দুই দিন আগে তার অনৈতিক চলাফেরার বিষয়ে নিষেধ করলে ভাতিজা ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় মাছের খামারে চাচাকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথিমধ্যে মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামী পলাতক।