ভালুকা চ’ড়ান্ত তালিকায় মনোনয়ন পাওয়ার লক্ষে কাজ করছেন মোর্শেদ আলম

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:১৮ পিএম
ভালুকা চ’ড়ান্ত তালিকায় মনোনয়ন পাওয়ার লক্ষে কাজ করছেন মোর্শেদ আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকায় নাম না থাকলেও মাঠে দারুণভাবে সক্রিয় রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

ভালুকার পৌরসদরসহ ১১টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে দেখা যাচ্ছে তার নিরলস পদচারণা। কর্মী-সমর্থকদের সঙ্গে প্রতিদিনই তিনি মাঠে উপস্থিত থাকছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তারই অংশ হিসাবে 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভরাডোবা ইউনিয়নের পুরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাধারন নারী পুরুষের মাঝে ১৪ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলম বলেন, “এই আয়োজন শুধু বস্ত্র বিতরণ নয়, বরং দীর্ঘদিন পর মা,চাচী ও বোনদের সাথে সম্পর্ক পুনরুজ্জীবনের একটি প্রয়াস। সামনে নিয়মিত আপনাদের পাশে থাকব, দেখা হবে, কথা হবে। চুরান্ত মনোনয়ন আমি পাবো ইনশাল্লাহ। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে আরও উপহার ও সহায়তা নিয়ে আপনাদের কাছে আসব। কারন আমি মাঠের ও ভোটের নেতা। ২০১৪ সালে মা,চাচী ও বোনেরা আমাকে না দেখে বিপুল ভোটে জয়ী করে ছিলেন। কারন ৯৮টি ভোট কেন্দ্রে মধ্যে ৭৪ কেন্দ্রে আপনাদের ভোটে বিশাল ব্যবধানে পাশ করেছিলাম। তিনি আরও বলেন,“বিএনপি জনগণের দল। জনগণের সুখে-দুঃখে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকব। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন বাহার এবং সঞ্চালনা করেন কৃষকদল নেতা নাজমুল ইসলাম বাদল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বিএসসি, আয়ুব আলী কমান্ডার, সদস্য আলমগীর হোসেন, শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে ভালুকার ১১টি ইউনিয়নে ১ লাখ ২০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণের কার্যক্রম চালু করা হয়েছে, যার বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে