কিশোগঞ্জের বাজিতপুর-নিকলী সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী- উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর তনয় মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোরগ মহল হতে বাজিতপুর বাজারে আওয়ামীলীগের দুঃশাসনকারীদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বাজিতপুর ও নিকলী বিএনপির কয়েকশত নেতাকর্মী নিয়ে বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন মিছিল শেষে অবস্থান কর্মসূচী ও পথসভা করেন। পথসভায় সম্ভাব্য এমপি প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গত ১৭টি বছর ফ্যাসিবাদ সরকারের আমলে বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১যুগের ও অধিককাল ধরে বিভিন্ন মিথ্যা মামলায় দেশ ছাড়া রয়েছেন। এখন সময় এসেছে তারেক জিয়ার ৩১ দফা বাস্তাবায়নের জন্য সংগ্রাম চালানোর আহবান জানান। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে যদি নির্বাচন নিয়ে তালবাহান করে তাহলে কঠোর আন্দোলন ডাক দেওয়া হবে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক, বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, বাজিতপুর উপজেলা বিএনপি যুবদলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সৌরভ, নাদভী চৌধুরী, নিকলী উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন, কারপাসা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, বিল্লাল হোসেন, নতুন বাজার বণিক সমিতির সভাপতি করম আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কারপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে নূর রাফি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল্লাহ জৌজি, যুবনেতা সোহাগ পারভেজ অর্নব, বাজিতপুর নৌ পরিবহন সমিতির সভাপতি কফিল উদ্দিন, শফিকুল ইসলাম জালালী, নিকলী উপজেলা বিএনপির সদস্য মোঃ খাইরুল মিয়া প্রমূখ।