রামগতিতে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্মীপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০৪:০৩ এএম
রামগতিতে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবৈধ ইটভাটার ২টিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী পরিচালিত অভিযানে ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোনো কাগজপত্র না থাকায় চিমনিসহ ইটভাটাগুলোকে ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলার চর রমিজ ইউনিয়নে ২৩টিসহ  বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫০টি ইটভাটা রয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এছাড়া অভিযানে সহযোগীতা করেন লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, রামগতি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ইটভাটা গুলো হচ্ছে চর হাসান হোসেন গ্রামের এনবিএনসি ব্রিকস এবং আরবিসি ব্রিকস। ইউএনও সৈয়দ আমজাদ হোসেন জানান সরকারি নিয়ম না মেনে অবৈধ ইটভাটা তৈরি করে পরিবেশের ক্ষতি করার দায়ে দুটি ইটভাটকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে