শেরপুরের দুই উপজেলার শিক্ষার্থীরা পাবে মিড ডে মিল

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০১:০৪ পিএম
শেরপুরের দুই উপজেলার শিক্ষার্থীরা পাবে মিড ডে মিল

আগামী ১৭ নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে মিড ডে মিল। দেশের ১৬৫ উপজেলার প্রায় ৩১ লাখ শিক্ষার্থীর জন্য পাইলট প্রকল্পের আওতায় শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার শিক্ষার্থীরা পাবে এই মিড ডে মিল। এরই মধ্যে নকলার বিভিন্ন বিদ্যালয়ে ইউএইচটি দুধ ও ফরটিফাইড বিস্কুট পৌঁছে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নকলার গনপদ্দী ইউনিয়নের খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়  মিড ডে মিল কর্মসূচির অংশ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান আকিজ গ্রুপের পক্ষ থেকে দুধ সরবরাহ করা হয়েছে।

নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, পাঠদানের দিনে উপস্থিত শিক্ষার্থীদের জন্য সপ্তাহে পাঁচ দিন বনরুটি, সেদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফরটিফাইড বিস্কুট ও দেশীয় মৌসুমি ফল বা কলা সরবরাহ করা হবে।

খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম বলেন, বিনা খরচে নিয়মিত পুষ্টিকর খাবার পাওয়ার বিষয়টি জানার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। যারা বাড়িতে পর্যাপ্ত খাবার পায় না, তাদের জন্য এটি বিশেষ উপকারী হবে। এতে উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়া কমবে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মিড ডে মিল চালু হলে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমবে। মানসম্মত খাবার পেলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে। উপস্থিত শিক্ষার্থীরাই শুধু এই খাবার পাবে। এতে দিনের মধ্যভাগের ক্ষুধা মিটবে এবং শিশুদের পুষ্টিহীনতা কমবে।

আপনার জেলার সংবাদ পড়তে