নীলফামারীর বিভিন্ন উপজেলা থেকে নিষিদ্ধ আওয়ামীলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ১২ নভেম্বর রাত থেকে ১৩ নভেম্বর সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়,বৃহস্পতিবার সকালে ৩ জন ও বুধবার রাতে ৯ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর ইসলাম জীবন (২২), ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি রকি ইসলাম (৩৬),জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম (৩৬), নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান (৪১) এবং সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ মাহমুদ কনক (৫২)।
এছাড়া ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদুল ইসলাম (৪০),একই উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০), ডোমার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ ইসতিক (৩৭),জলঢাকা উপজেলার মৎস্যজীবী লীগের আহ্বায়ক এনায়েত হোসেন মুরাদ (৫৫),ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল (২৫),কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও বড়ভিটা কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন বসুনিয়া (৫২) এবং একই উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক পিয়ারুল ইসলাম (৩০)।
নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান জানান, গ্রেপ্তারকৃতদের নামে নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।