আলুটিলায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০৪:০৬ এএম
আলুটিলায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।  ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল বলেন, খাগড়াগামী একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। নিহত ফিরোজের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মো. রাকিব গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে