ভেড়ামারা ডায়াবেটিস সমিতি’র উদ্যোগে র‌্যালী ও সভা

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০১:৩৪ পিএম
ভেড়ামারা ডায়াবেটিস সমিতি’র উদ্যোগে র‌্যালী ও সভা

কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিস সমিতি’র উদ্যোগে শুক্রবার বেলা ১১টার সময় উপজেলা চত্বর থেকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিস সমিতি’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিস সমিতি’র সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিস সমিতির সভাপতি রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, ভেড়ামারা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার উল আজিম, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান  ও সাবেক ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ডায়াবেটিস সমিতি’র সাধারণ সম্পাদক ড.অমরেন্দ্র নাথ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মাহাবুব আলম খান, রওশন আরা, অধ্যক্ষ আসলাম উদ্দিন,ভেড়ামারা উপজেলা জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব অভি ইসলাম, এ্যাড: এম এম মুন্নাফ, সামছলি আলম স্বপন, ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মোদাসসির, ডাঃ লামিয়া তাসমিন জেবা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে