মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত মেট্রেরেল লাইন সম্প্রসারণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:০৭ পিএম
মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত মেট্রেরেল লাইন সম্প্রসারণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পে ঢাকা থেকে নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জের মুক্তারপুর যুক্ত করে পরিকল্পনা সংশোধন ও বাস্তাবায়নের  দাবীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তাবায়ন পরিষদের উদ্যোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,শিক্ষক,গণমাধ্যম কর্মী সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। মুন্সীগঞ্জ মেট্রেরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন মো: সিরাজুল ইসলাম  এডভোকেট মুজিবুর রহমান,এডভোকেট মোস্তাফিজুর রহমান ভ’ইয়া,সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জল,আতিকুর রহমান টিপু মো: মাহবুবুর রহমান, তানভির হাসান, গুলজার হোসেন অধ্যাপক রহমতউল্লাহ জুয়েল কবি সাইফুল্লাহ ভ’ইয়া,বিএসপি সভাপতি শাহ মো: আব্দুল বারি, এডভোকেট শাহিন মোহাম্মদ আমান উল্লাহ সাংস্কৃতিক সংগঠক অভিজিৎ দাস ববি, জাহাঙ্গীর ঢালী, ব্যবসায়ী  মিজানুর রহমান, সাংবাদিক মাসুদ রানা, হুমায়ুন প্রমুখ । মানববন্ধনে  টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিষ্ট এশোসিয়েশন এর সভাপতি মোজাম্মেল হোসেন সজল,মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি,দৈনিক মুন্সীগঞ্জের সময় সম্পাদক মাঈনুদ্দিন সুমন ব্যবসায়ী আনিসুর রহমান,জাকির হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। 

বক্তারা মেট্রোরেল প্রকল্পে মুন্সীগঞ্জের মুক্তারপুর যুক্ত করার যৌক্তিকতা তুলে ধরে বলেন,রাজধানী ঢাকার পার্শ্ববর্তি মাত্র ২২ কিলোমিটার দূরবর্তি জেলা মুন্সীগঞ্জ , এ জেলা থেকে ঢাকায় যেতে দূর্বল যোগাযোগ ব্যবস্থায় যানজটে পড়ে প্রতিদিন ৪/৫ ঘন্টা সময় লাগছে। মুন্সীগঞ্জ সদর টঙ্গীবাড়ি,সিরাজদিখানের একাংশ সহ মাদারীপুর ও শরিয়তপুরের লক্ষাধিক মানুষ নানা প্রয়োজনে ঢাকায় যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মেট্রেরেল বাস্তবায়িত হলে স্বল্প সময়ে যাতায়াত করা সম্ভব হলে ঢাকাবাসী মুন্সীগঞ্জের ২ লক্ষাধিক মানুষ মুন্সীগঞ্জে নিজ বাড়িতে ফিরে আসবে,এতে ঢাকায় জনসংখ্যার চাপ কমবে,স্বাস্থ্য,অর্থনীতি উন্নয়নের পাশপাশি জেলার সামগ্রিক কর্মকান্ডে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এছাড়া বক্তারা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে পরবর্তিতে আরো ব্যাপক ও জোড়ালো কর্মসূচির পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

উল্লেখ্য একই দাবীতে ও সময়ে আজ মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু জেলা প্রশাসক কার্যালয় সহ জেলা সদরের  বিভিন্ন স্থানে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রসঙ্গত:এর আগে ৫ নভেম্ভর জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে