শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই: নিপু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৪:২৭ পিএম
শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই: নিপু

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাজহারুল ইসলাম নিপু। তিনি (নিপু) এনসিপির আগৈলঝাড়া উপজেলা সমন্ময় কমিটির প্রধান সমন্ময়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এনসিপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু বলেন, স্বাধীনতার দীর্ঘবছর পরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ এক শ্রেণির শাসকের শোষণের শিকার হয়েছেন। তাই আমরা শাসক নয়, সেবক হিসেবে সবার জন্য কাজ করতে চাই। তিনি (মাজহারুল ইসলাম নিপু) বরিশাল-১ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও আর্শীবাদ কামনার পাশাপাশি ভোট প্রার্থনা করেছেন।

এরপূর্বে ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয় থেকে মাজহারুল ইসলাম নিপুকে বরিশাল-১ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ন সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলার যুগ্ন সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগরের সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী থেকে হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী মনোনয়ন পেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে