নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পত্র কিনেছেন সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার । বুধবার জাতীয় নাগরিক পার্টি - (এনসিপি) থেকে নোয়াখালী-২ সংসদীয় আসন থেকে প্রতিদ্বদ্বীতা করার প্রয়াসে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার কাছ থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদি।
দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়া সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদার স্থানীয় সাংবাদিকদের বলেন, প্রচলিত প্রাতিষ্ঠানিক রাজনীতি কোন মতেই আমার নেশা বা পেশা কোনটাই ছিলো না যতটা ছিলো প্রাতিষ্ঠানিকভাবে মানুষের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদীদের ও অগণতান্ত্রিক শক্তির হাত থেকে সঠিক পথে রাখতে ব্যক্তিগত ও সামষ্ঠিক লড়াইয়ের অংশ হিসেবে এই ময়দান ছাড়তে আমি অনিচ্ছুক।
নির্বাচনে লড়াইয়ের মতো কোন এত টাকাপয়সা আমার নাই। গণমানুষের ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা নিয়ে বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা রইলো। এই লড়াইয়ে আমার ব্যক্তিগত অনেক ত্যাগ আছে ও থাকবে। কিন্তু সামষ্ঠিক এই লড়াইয়ে সর্বাত্মক সহায়তাসহ আপনাদেরকে পাশে চাইবো।