“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় পাবনার সুজানগরেও গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওইদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে হতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে বের হওয়া র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ও সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। এতে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া দিবসটি উপলক্ষে কিডনি এবং ক্যান্সারসহ বিভিন্ন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত ৪৩জন রোগীর মাঝে সাড়ে ২১লাখ টাকার চেক এবং প্রায় অর্ধশত দরিদ্র ও দুঃস্থ প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।