বিশ্ব জলবায়ু ধর্মঘট:

নোয়াখালীতে তরুণদের ন্যায্য ও টেকসই রূপান্তরের আহবান

এফএনএস (ইকবাল হোসেন সুমন; নোয়াখালী) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৫ পিএম
নোয়াখালীতে তরুণদের ন্যায্য ও টেকসই রূপান্তরের আহবান

জলবায়ু ন্যায়বিচার ও টেকসই ভবিষ্যতের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব জলবায়ু ধর্মঘটে অংশ নেন শতাধিক তরুণ অংশ নেন । শুক্রবার (১৪নভেম্বর) দুপুরে স্থানীয় সংগঠন এসএইচবিও (ঝঐইঙ)'র আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন (ঈঙচ৩০) চলাকালীন এই ধর্মঘটে তরুণরা বিশ্বের নেতৃবৃন্দের কাছে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও নবায়ন যোগ্য শক্তিতে রূপান্তরের জোরালো দাবি তোলেন। এসময় তারা ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ডে বিভিন্ন বার্তা তুলে ধরে- “ন্যায্য রূপান্তর এখনই চাই”, “আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না”এবং “জলবায়ু ন্যায়বিচার এখনই নিশ্চিত করো”।

এসএইচবিও’র নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। তাই ন্যায্য রূপান্তরের প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে