পলাশবাড়ীর সমস্যা এবং উন্নয়ন বিষয়ক সভা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) :
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৭ পিএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৭ পিএম
পলাশবাড়ীর সমস্যা এবং উন্নয়ন বিষয়ক সভা

গাইবান্ধার পলাশবাড়ীর সমস্যা এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের আয়োজনে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পৌরশহরের আল রোমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল মাজেদ। সভায় সমস্যা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মুখ্য আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ। সভায় আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাহমুদা চৌধুরী, নবীউল ইসলাম, প্রভাষক মোখলেছুর রহমান, জাহিদ হাসান, শিক্ষক সাবিনা ইয়াসমিন, মুসা কালিমুল্লাহ্, রফিকুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, মিজানুর রহমান মিজান ও হারুনার রশিদ প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষক, ব্যবসায়ী, ইমাম, অরাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক মো. আব্দুল মতিন মিয়া। 

শেষে পলাশবাড়ীর সার্বিক সমস্যা সমাধান ও উন্নয়নের লক্ষ্যে উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক ‘পলাশবাড়ী উন্নয়ন ফোরাম’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। কমিটির সভাপতি হলেন প্রফেসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ ও সাধারণ সম্পাদক শিক্ষক রফিকুল ইসলাম। কমিটির সহ-সভাপতি হলেন মিজানুর রহমান, মাহমুদা চৌধুরী, শহিদুল ইসলাম, নবীউল ইসলাম, রুকসানা আকতার, রেখা রানী, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, আব্দুল মতিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সুরুজ হক লিটন, কোষাধ্যক্ষ হারুনার রশিদ, তথ্য ও প্রচার সম্পাদক আরিফ উদ্দিনসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে