শেরপুরে দুইদিন ব্যাপী পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালাটি শেরপুর জেলা (আঞ্চলিক) কার্যালয় ব্যবস্থাপনায় শুরু হয়। এতে শেরপুর জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলার ভূমি সহকারী কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি। এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা ও শিষ্টাচার সম্পর্কে আলোচনা করেন। প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই চাকরি প্রবিধান মোতাবেক সাধারণ আচরণ, শৃঙ্খলা ভঙ্গের দন্ড ও শিষ্টাচার নিয়ে খোলামেলা আলোচনা করেন পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (কর্মী ব্যবস্থাপনা বিভাগ) এনামুল হক। এরপর প্রশিক্ষণের বিষয়ে সবশেষ কথা বলেন পল্লী সঞ্চয় ব্যাংক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ময়মনসিংহ বিভাগের মনিটরিং কর্মকর্তা) মো. মাসুদ রানা। তিনি প্রশিক্ষণার্থীদের উন্নত গ্রাহক পরিষেবা, সঞ্চয়ের কৌশল, পল্লী সঞ্চয় ব্যাংকের বিদ্যমান আমানত হিসাবসমূহ ও এ ব্যাংকের সাথে অন্যান্য ব্যাংকের তুলনামূলক আলোচনা ও ঋণ সংক্রান্ত বিষয় গুলো সুন্দরভাবে উপস্থাপন করেন।
শেরপুর জেলা (আঞ্চলিক) কার্যালয়ের ডিস্ট্রিক অফিসার মো. আবু রায়হানের সঞ্চালনায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন শেরপুর সদরের শাখা ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম, নকলার শাখা ব্যবস্থাপক মো.সাখাওয়াত হোসেন, নালিতাবাড়ীর শাখা ব্যবস্থাপক মো. মাসুদ রানা , ঝিনাইগাতীর শাখা ব্যবস্থাপক মো. জুয়েল মিয়া পাশাপাশি এই উপজেলাগুলোর জুনিযর অফিসার, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর ও মাঠ সহকারীরা উপস্থিত ছিলেন।