মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতির পরিচিতি সভা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৩ এএম
মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতির পরিচিতি সভা

নওগাঁর মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতির (বামাশিস) পরিচিতি সভা দেলুয়াবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাফিজুর রহমান হাফিজ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এরফান আলী মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, বাশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব গোলাম সোরয়ার স্বপন, বামাশিস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরদার, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, বড়বেলালদহ ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, দোসতি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহাতাবুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে