রাজকুমার রাও ও পত্রলেখার ঘরে এলো কন্যাসন্তান

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম
রাজকুমার রাও ও পত্রলেখার ঘরে এলো কন্যাসন্তান

বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখার ঘরে এসেছে কন্যাসন্তান। শনিবার, ১৫ নভেম্বর, তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই প্রথম সন্তানের আগমনে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে তারকা দম্পতির পরিবারে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবর শেয়ার করেন দুজনেই।

তারা জানিয়েছেন, ঈশ্বরের আশীর্বাদে তারা কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। ইনস্টাগ্রামে লেখা ছিল, আমরা অত্যন্ত আনন্দিত। ঈশ্বর আমাদের একটি কন্যাসন্তান দিয়েছেন। পত্রলেখা ও রাজকুমার। একই পোস্টে আরও যোগ করেন, আমাদের বিবাহবার্ষিকীতে পাওয়া এই উপহার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

রাজকুমার ও পত্রলেখার ঘোষণার পর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় তাদের পোস্টের মন্তব্য বিভাগ। অভিনেতা বরুণ ধাওয়ান শুভেচ্ছা জানিয়ে লেখেন, ক্লাবে তোমাদের স্বাগত। নেহা ধূপিয়া লেখেন, তোমাদের জন্য অনেক ভালোবাসা, স্বাগত জানাই প্যারেন্টহুডে। আলি ফজল মন্তব্য করেন, তোমাদের জন্য দারুণ খুশি। ভরপুর ভালোবাসা রইল। কমেডিয়ান ভারতী সিংও শুভেচ্ছা জানিয়ে লেখেন, অভিনন্দন, সামনে সুন্দর এক যাত্রা অপেক্ষা করছে।

গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই তাদের প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা, যখন তারা লিখেছিলেন, বেবি অন দ্য ওয়ে। তাদের প্রেমের গল্প শুরু ২০১৪ সালে, সিটি লাই্টস ছবির শুটিং সেটে। রাজকুমার প্রথমে পত্রলেখাকে একটি বিজ্ঞাপনে দেখে ভালো লেগে যায়। পরে একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা জন্ম নেয় এবং ধীরে ধীরে তা পরিণতি পায় ভালোবাসায়।

দীর্ঘ সম্পর্কের পর ২০২১ সালের অক্টোবরে রাজকুমার পত্রলেখাকে প্রস্তাব দেন। একই বছরের নভেম্বর মাসে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। চার বছর পর সেই বিশেষ দিনে তাদের ঘর আলো করে এল প্রথম সন্তান। নতুন এই যাত্রা ঘিরে পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে।