রাশমিকা মন্দান্নার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক

এফএনএস বিনোদন
| আপডেট: ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম
রাশমিকা মন্দান্নার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক

মাসিকের ব্যথা নিয়ে পুরুষদের সচেতন করতে দেওয়া মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মন্দান্না। একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, পুরুষদের অন্তত একবার মাসিকের অভিজ্ঞতা হওয়া উচিত, যাতে নারীরা প্রতি মাসে যে যন্ত্রণা সহ্য করেন তা তারা বুঝতে পারেন। এই মন্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয় এবং নানা সমালোচনার মুখে পড়েন তিনি। পরে নিজের অবস্থান পরিষ্কার করতে রাশমিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তার প্রতিক্রিয়া।

জগপতি বাবুর অনুষ্ঠান জযাম্মু নিশ্চিতাম্মু রা তে প্রশ্নের উত্তরে রাশমিকা জানান, তিনি সত্যিই মনে করেন পুরুষদের একবার হলেও মাসিকের মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন। তার ভাষায়, হরমোনের ওঠানামায় নারীরা এমন সব অনুভূতির মধ্য দিয়ে যান যা ব্যাখ্যা করলেও পুরুষরা পুরোপুরি উপলব্ধি করতে পারেন না। তাই অন্তত একবার সেই যন্ত্রণার স্বাদ পেলে তারা বিষয়টি বুঝতে পারবেন। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, মাসিকের ব্যথা এতটাই তীব্র হয় যে একবার তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং বিভিন্ন চিকিৎসা পরীক্ষা করিয়েও কারণ জানা যায়নি। তার কথায়, এই যন্ত্রণা যে কতটা কঠিন, তা না হলে কেউ বুঝতে পারবে না।

মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর কিছু নেটিজেন অভিযোগ তোলেন, তিনি নাকি পুরুষদের প্রতি অসংবেদনশীল মন্তব্য করেছেন। এ নিয়ে এক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, রাশমিকার বক্তব্য আসলে ব্যথা ও আবেগ বোঝানোর চেষ্টা মাত্র ছিল, পুরুষদের দায়িত্ব কম দেখানোর উদ্দেশ্যে নয়। সেই পোস্টের জবাবে রাশমিকা জানান, এই দিকটি কেউই আলোচনা করবে না। কোনো অনুষ্ঠানে কথা বলতে গেলে ভয় কাজ করে, কারণ তিনি যা বোঝাতে চান তা প্রায়ই ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়।

রাশমিকার সাম্প্রতিক চলচ্চিত্র তেলেগু ভাষার দ্য গার্লফ্রেন্ড, যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন দীক্ষিত শেঠি। পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও আলোচনায় রয়েছে, বিশেষ করে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার বাগদান এবং আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য বিয়ের গুঞ্জন নিয়ে।