বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল আর নেই

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ পিএম
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল আর নেই

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল আর নেই। ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস নেওয়ার পর তাকে স্মরণ করছে পুরো ভারতীয় চলচ্চিত্র অঙ্গন। অভিনয়জীবনের ঝলক ছাড়াও আবার সামনে এসেছে তার সেই অতীত স্মৃতি, যখন আকস্মিক বিয়ের কারণে দূরে সরে যেতে হয়েছিল দিলীপ কুমারের কাছ থেকে।

কামিনী কৌশলের জন্ম ১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি। ১৯৪৬ সালে ‘নীচা নগর’ দিয়ে সিনেমায় পথচলা শুরু করেন তিনি। একই বছর ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পামে ডি’ওর জেতে। এরপর ‘শহিদ’, ‘নদীয়া কে পার’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘কবীর সিং’-এও কাজ করেছেন। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম ছবি ‘শহিদ’তে কামিনী ছিলেন নায়িকা।

এরই ভেতর তার ব্যক্তিগত জীবনে ঘটে অঘটন। বড় বোন উষা সড়ক দুর্ঘটনায় মারা গেলে ছোট দুই ভাগ্নির দায়িত্ব নেন তিনি। সেই দায়বদ্ধতা থেকেই হঠাৎ করে বিয়ে করেন দুলাভাই বি এস সুদকে। Filmfare-কে দেওয়া এক সাক্ষাৎকারে কামিনী বলেছিলেন, এটি কোনো ত্যাগ নয়, বরং মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া সিদ্ধান্ত।

কামিনী কৌশল তখনই জানান, এই বিয়ের পরই দূরে সরে যেতে হয় দিলীপ কুমারের কাছ থেকে। জীবনীতে তিনি লিখেছিলেন, “আমরা দুজনই ভেঙে পড়েছিলাম। আমরা খুব সুখী ছিলাম। কিন্তু জীবনে এমন সময় আসে যখন দায়িত্বের কাছে অনুভূতিকে সরিয়ে রাখতে হয়।” তিনি আরও বলেন, “আমি যাদের দায়িত্ব নিয়েছি, তাদের ফেলে চলে আসতে পারি না। আমার স্বামী জানতেন কী পরিস্থিতিতে এটি হয়েছিল। সবাই জীবনে প্রেমে পড়ে।”

বছর কয়েক পর এক অনুষ্ঠানে দিলীপ কুমারের সঙ্গে দেখা হলে তিনি তাকে চিনতেও পারেননি। সেই মুহূর্ত মনে করে কামিনী বলেছিলেন, “তিনি আমাকে চিনলেন না। আমি খুব কষ্ট পেয়েছিলাম। তিনি তাকিয়ে দেখলেন, আমিও তাকিয়ে রইলাম। কী সময়টাই না কেটেছে আমাদের।”

বি এস সুদের সঙ্গে সংসার জীবনে কামিনী কৌশলের তিন ছেলে—রাহুল, বিদুর ও শ্রাবণ।