‘কমন প্রাক্তন’ নিয়ে বিস্ফোরক মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় নয়া জল্পনা

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম
‘কমন প্রাক্তন’ নিয়ে বিস্ফোরক মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় নয়া জল্পনা

বলিউডের আড্ডায় হঠাৎই উঠে এল এমন এক প্রসঙ্গ, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কাজল ও টুইঙ্কেল খান্না জানালেন, দুজনেরই নাকি একজন ‘কমন’ প্রাক্তন রয়েছে। তবে কে সেই ব্যক্তি, এ নিয়ে মুখ খুললেন না কেউই, ফলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা।

সম্প্রতি তাঁদের অতিথি-আলাপের অনুষ্ঠানে হাজির ছিলেন ভিকি কৌশল ও কৃতি সেনন। অনুষ্ঠানের একটি পর্বে বিভিন্ন বিষয়ে মত দিতে হয় অতিথিদের। সেখানে উঠে আসে একটি আলোচিত প্রশ্ন, বন্ধুর প্রাক্তনের সঙ্গে কি সম্পর্কে জড়ানো উচিত। কাজল ও টুইঙ্কেল দুজনই জানান, তাঁদের মতে এমন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো। তবে ভিকি ও কৃতি ভিন্ন মত প্রকাশ করেন। ভিকির যুক্তি ছিল, বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে এবং সবাই যদি নিজ নিজ জীবনে এগিয়ে যায়, তাহলে এমন সম্পর্কে সমস্যা দেখার কারণ নেই। বরং সমস্যা হলে বুঝতে হবে বন্ধুত্ব বা ভালোবাসার টান এখনও কাটেনি।

ভিকির এই মন্তব্যের সময়েই আলাপের মোড় ঘুরে যায়। কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কেল হঠাৎ বলেন, তাঁদের দুজনেরও একজন ‘কমন’ প্রাক্তন রয়েছে। টুইঙ্কেলের এই কথা শুনে visibly অপ্রস্তুত হয়ে পড়েন কাজল, সঙ্গে সঙ্গে অনুরোধ করেন চুপ করে যেতে।

সেই প্রাক্তনের পরিচয় প্রকাশ করেননি কেউই। তবে মন্তব্যটি সামনে আসতেই নেটিজেনরা অনুমান শুরু করে দেন। তাঁদের ধারণা, পরিচালক অভিষেক কাপুরই হতে পারেন সেই ব্যক্তি। টুইঙ্কেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নাকি তিনি কিছুদিন কাজলের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন। যদিও এসব শুধুই অনলাইন জল্পনা, এর কোনো প্রমাণ নেই।

এই অপ্রত্যাশিত মন্তব্যে সময়ের পর সময় পেরলেও বলিউডে আলোচনা কমছে না। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দুজন নায়িকার এমন ব্যতিক্রমী খোলামেলা মন্তব্য বলিউডের ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।