কাহারোলের দশ মাইলে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৭ এএম
কাহারোলের দশ মাইলে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইল এলাকায় অসহায়, দরিদ্র এবং ইয়াতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে হাইয়্যা আলাল ফালাহ, বাংলাদেশের সহযোগিতায় দিনাজপুরের কাহারোল উপজেলার  দশ মাইল মোড়ে শ্যামলবাংলা স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, সামাজিক সংগঠনের অন্যতম নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, রানা, সেলিমউদ্দিন, সাকিব ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগণ। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, অসহায়, দুঃস্থদের শীতবস্ত্র বিতরণের জন্য সমাজের বিত্তবান মানুষ যেন এগিয়ে আসে সেই উদাত্ত আহ্বান জানান তিনি।  

আপনার জেলার সংবাদ পড়তে