‘দিদি নম্বর ১’-এর নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের চোখ আটকে গেছে একটি বিষয়েই, দীর্ঘ দেড় দশক ধরে শোয়ের মুখ রচনা বন্দ্যোপাধ্যায় নেই, তার জায়গায় এসেছেন মীর আফসার আলি। হঠাৎ এই বদল নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। কেউ ভাবছেন রচনা কি শো ছাড়লেন, কেউ আবার আন্দাজ করছেন বড় কোনো পরিবর্তন আসছে কি না।
রচনাকে ছাড়া ‘দিদি নম্বর ১’ কল্পনাই করেন না অনেক দর্শক। পশ্চিমবঙ্গের টেলিভিশনে এই শোয়ের জনপ্রিয়তা অনেকটাই রচনার প্রাণবন্ত সঞ্চালনার হাত ধরে। মাঝে কয়েক দিনের জন্য সঞ্চালক বদলালেও আবার তাকে ফিরেই পাওয়া গেছে। তাই নতুন মুখ দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে।
তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, বিষয়টি স্থায়ী নয়। জি বাংলার ফ্লোর ডিরেক্টর রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, স্রেফ স্বাদ বদলের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রচনার সঙ্গে আলোচনা করেই পরিবর্তন আনা হয়েছে। তার ভাষায়, রচনার তত্ত্বাবধানে সব কাজই হয়, মীর চ্যানেলের দীর্ঘদিনের সদস্য, তাই এই সুযোগ দেওয়া হয়েছে তাকে।
শোয়ের পরিচালক অভিজিৎ সেনও জানালেন, বিশেষ কয়েকটি পর্বেই মীরকে দেখা যাবে। এরপর রচনা ফিরবেন নিয়মিত সঞ্চালনায়। তিনি বলেন, মীরের সঞ্চালনার দক্ষতা নিয়ে বলার কিছু নেই, চ্যানেলও তার ওপর ভরসা রাখে।
রচনার অনুপস্থিতি নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন রাজীব। তিনি জানিয়েছেন, রচনা কোথাও যাচ্ছেন না, তাকে খুব শিগগিরই নতুন পর্বে দেখা যাবে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে তিনি বিদেশে আছেন, তাই অস্থায়ীভাবে মীর দায়িত্ব নিয়েছেন।
দীর্ঘ পনেরো বছরের সম্পর্ক, অসংখ্য স্মরণীয় পর্ব আর রচনার সাবলীল উপস্থাপনায় গড়া এই রিয়েলিটি শোয়ের সাময়িক পরিবর্তন তাই শুধু নতুন স্বাদ আনতেই। দর্শকের মনেও ইতিমধ্যেই প্রশ্নের পাশাপাশি কৌতূহলের সঞ্চার হয়েছে, মীরের এই তিন পর্ব কেমন জমবে।