মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে জাঁকজমকপূর্ণ ‘হ্যাপি ক্লাস পার্টি’

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম
মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে জাঁকজমকপূর্ণ ‘হ্যাপি ক্লাস পার্টি’

নেত্রকোনার কলমাকান্দায় প্রথমবারের মতো মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হলো রঙিন ও বর্ণিল ‘হ্যাপি ক্লাস পার্টি ২০২৫’। আজ শনিবার (১৫ নভেম্বর) শিফটভিত্তিক আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম আহমেদ তালুকদার, পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, শিক্ষক মুহাম্মদ এনামুল হক তালুকদারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকবৃন্দ।

শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, কৌতুক ও বিনোদনমূলক পর্ব, কেক কাটা এবং রঙিন বেলুনে সাজানো পুরো প্রাঙ্গণ-সব মিলিয়ে উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয়টি।

আয়োজকরা জানান, কলমাকান্দা উপজেলায় এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে “হ্যাপি ক্লাস পার্টি”উৎসব আয়োজন করা হলো। শিশুদের আনন্দ, আত্মবিশ্বাস ও সামাজিকতার বিকাশে এটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে