নাজিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সভা

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০১:০৩ পিএম
নাজিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জামায়াত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যে সমাজে সকল ধর্মের লোকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে।’

এ সময় তিনি আরো বলেন,‘হিন্দুসহ অন্য ধর্মের উপাসনালয়, তাদের ইজ্জত-সম্মান ও সম্পদের ওপর কখনো ইসলামপন্থী তথা জামায়াত দ্বারা কখনো কোনো ক্ষতি হয়নি। বরং গত ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এবং বাড়িঘরের পাহারা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে কেবলমাত্র সনাতন ধর্মাবলম্বী নয় বরং সকল ধর্ম, শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।’

ওই ইউনিয়নের সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা কাজী জাকির হোসাইনের  সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাড. আবু সাইদ মোল্লা, নাজিরপুর উপজেলা হিন্দু বিভাগের সভাপতি অধ্যাপক প্রদীপ হালদার, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদান্দ মন্ডল, শিক্ষক উত্তম কুমার ঘরামী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে