শৈলকুপায় নদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০১:৫৮ পিএম
শৈলকুপায় নদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে কুমার নদে ডুবে আবরাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঝাউদিয়া গ্রামের মুরগী ব্যবসায়ী আজাদ মৃধার ছেলে।

শনিবার সকালে কুমার নদে কচুড়িপানার ফুল তুলতে গিয়ে সে পানিতে  ডুবে মারা যায় বলে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি   জানায়।  এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ বলেন সকালে কুমার নদে  ফুল তুলতে গিয়ে  জাউদিয়া গ্রামের একটি শিশু মারা গেছে বলে শুনেছি। 

আপনার জেলার সংবাদ পড়তে