মনোনয়ন বঞ্চিত ময়মনসিংহ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, ‘ভালুকার মানুষ কোনো চাঁদাবাজি পছন্দ করে না। তাই এই এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কিংবা দখলবাজদের কোনো স্থান হবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় না আসলে ৩১ দফা বাস্তবায়ন করা যাবে না। তাই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিবেন। গত ১৭ বছর ধরেই আন্দোলন-সংগ্রামে আমি নেতাকর্মীদের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো।’