রোগী সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১ বছর পূর্তি

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০২:০৮ পিএম
কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১ বছর পূর্তি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিক দিবস ও হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ বছর পার হয়ে ১২তম বছরে পদার্পণ করায় শনিবার সকালে কেক কাটা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ আগামিতে ডায়াবেটিস রোগীদের সেবায় আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের বর্তমান তত্বাবধায়ক কমিটির সদস্য রমজান আলী, সাবেক কামিটি যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, ক্যাশিয়ার ইউনুচ আলী, সদস্য আবু জাফর ও সাজ্জাদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন আজীবন সদস্য শামীম সরোয়ার, হাসপাতালের ডাক্তার আলী রেজা তপু, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানসহ আজীবন সদস্য ও কোম্পানীর প্রতিনিধিগণ। এসময় প্রায় শতাধিক নারী পুরুষের ডায়াবেটিক পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকরে পরামর্শ দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে