রাজশাহী-২ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগরী শাখার নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সাড়ে ছয় হাজার মোটরসাইকেল নিয়ে নির্বাচনী এলাকায় র্যালী করেছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড এলাকা থেকে এ র্যালী শুরু হয়। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া হয়। এছাড়া জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। জামায়াতের নেতারা জানিয়েছেন, দুপুর ১টায় নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড় হয়ে দরগাপাড়া শাহমখদুম ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে বক্তব্যের মাধ্যমে র্যালীটি শেষ হয়।