সাঁও পাওলোর অনুশীলন মাঠে বাইসাইকেল টেস্ট চলার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। পরীক্ষায় তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে এবং চিকিৎসকেরা জানান এটি ভাসোভাগাল সিনকোপি, যেখানে রক্তচাপ দ্রুত নেমে গেলে অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। মঙ্গলবার (১১) হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি স্থিতিশীল আছেন। তবে এই ঘটনার পর ফুটবল ছাড়ার ভাবনা শুরু করেছেন সাবেক চেলসি তারকা।
সাম্প্রতিক এই শঙ্কার আগেই দীর্ঘ আট বছর চীনে খেলার পর গত ডিসেম্বরে জন্মস্থান সাঁও পাওলোয় ফিরেছিলেন অস্কার। নতুন চুক্তি ছিল ২০২৭ পর্যন্ত। ফিরে এসে তিনি বলেছিলেন, তিনি খুশি ব্রাজিলে ফিরতে পেরে এবং শৈশবের ক্লাবে আবার খেলতে পারছেন বলে। কিন্তু মঙ্গলবারের ঘটনার পর পরিস্থিতি পাল্টে যায়। সাঁও পাওলো ক্লাব জানায়, পরীক্ষার সময় হৃদযন্ত্রে পরিবর্তন দেখা যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল।
বৃহস্পতিবার ক্লাবের বিবৃতিতে বলা হয়, বিস্তৃত পরীক্ষায় ভাসোভাগাল সিনকোপি ধরা পড়েছে। তিনি কার্ডিয়োলজি ইউনিটে স্থিতিশীল অবস্থায় আছেন এবং শুক্রবার আরও একটি ইলেক্ট্রোফিজিওলজিকাল পরীক্ষা করা হবে। ব্রাজিলিয়ান মাধ্যম গ্লোবো জানায়, অস্কারের সমস্যা প্রাণঘাতী নয় এবং ওষুধ বা ছোট শল্য চিকিৎসায় ঠিক করা সম্ভব। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে তিনি চাইলে মাঠে ফিরতেও পারেন।
তবে অস্কারের সিদ্ধান্তের দিকে চোখ এখন পুরো ফুটবল মহলের। গ্লোবোর দাবি, পরিবার তাকে দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের কথা ভেবে সতর্ক সিদ্ধান্ত নিতে বলেছে। তার বয়স এখন ৩৪, আর ক্লাব ক্যারিয়ারে ইউরোপ থেকে চীন—সব মিলিয়ে তিনি আর্থিকভাবে নিরাপদ। তাই খেলা চালিয়ে যাবেন নাকি অবসর ঘোষণা করবেন, সেটি নিয়ে আলোচনায় আছেন তিনি। সাঁও পাওলোও জানিয়ে দিয়েছে, খেলোয়াড়ের সুস্থতাই তাদের প্রধান অগ্রাধিকার।
ইতিমধ্যে চীনের পুরোনো ক্লাব সাংহাই পোর্টও জানিয়েছে, চিকিৎসার প্রয়োজন হলে অস্কার চাইলে তাদের সুবিধাও ব্যবহার করতে পারবেন। বুধবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সাঁও পাওলোর সভাপতি জুলিও কাসারেস। আর ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে অস্কার লিখেছেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
তবে একটি বিষয় স্পষ্ট, সাঁও পাওলোতে ফেরার পর চোট আর শারীরিক সমস্যায় ভুগছিলেন অস্কার। আগস্টে করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে তার পিঠে আঘাত পেয়ে ম্যাচের দুয়েক মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয়েছিল। এখন নতুন হৃদযন্ত্রের জটিলতা তার ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে তুলেছে।