অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউড হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার (১৪ নভেম্বর) নিশ্চিত করেছে, পার্থ টেস্টে হ্যাজলউড দলের সঙ্গে থাকবেন না। এর আগে চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স এবং পেসার শন অ্যাবট।
হ্যাজলউড গত মাসে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভালো ছন্দে ছিলেন তিনি। তবে গত বুধবার ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন। ম্যাচের তৃতীয় দিনে নিজ স্পেল শেষ করার পর তিনি নিউ সাউথ ওয়েলস অধিনায়ক স্টিভেন স্মিথকে জানান সমস্যার কথা। স্মিথ সঙ্গে সঙ্গে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন।
পরে হ্যাজলউড সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পাশে ক্লিনিকে স্ক্যান করান। প্রাথমিক রিপোর্টে সমস্যা ধরা পড়েনি, কিন্তু ফলো-আপ স্ক্যানে লো-গ্রেড পেশির চোট নিশ্চিত হয়। তাঁর জায়গায় দলে যুক্ত হয়েছেন অভিজ্ঞ পেসার মাইকেল নেসার। এই পরিস্থিতিতে ব্রেন্ডন ডগেটের অভিষেকের সম্ভাবনা উন্মুক্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার কোচিং স্টাফ জানিয়েছেন, “হ্যাজলউডের চোটের কারণে তার অবর্তমানে দল প্রস্তুত থাকবে। পার্থ টেস্টে আমরা সেরা স্কোয়াড দিয়ে মাঠে নামব। একাধিক অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়ই সুযোগ পাবেন।”
অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড এবং বিউ ওয়েবস্টার।