নীলফামারী চওড়া বাংলা বাজার ও নতিবাড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নির্বাচনী প্রচারণা চালানো হয়। শনিবার এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ওই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জেলা সদস্য সচিব নীলফামারী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ কামরুল ইসলাম (দর্পণ)। জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সামসুল হক শাহ,মুখ্য সংগঠক মোঃ আরমান হোসাইন টিটুল,এমদাদুল হক মিলন, সবুজ রানাসহ অনেকে।
নির্বাচনী পথে জনগণের আন্তরিকতা ও উৎসাহ দেখে আশাবাদ প্রকাশ করেন নেতারা। এ সময় মোঃ আব্দুল মজিদ বলেন,চওড়া বাংলাবাজার এলাকায় গণসংযোগে নেমে আমরা বুঝতে পেরেছি এনসিপি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে সফলতা আমাদের হাতের নাগালে।
তিনি নীলফামারী-২ সহ সারা দেশের ভোটারদের উদ্দেশে বলেন,আগামী প্রজন্মের জন্য বৈষম্যহীন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শাপলা-কলি মার্কায় ভোট দিন। এনসিপির জয় মানে ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ার পথ সুগম হওয়া।
নেতারা চওড়া বাংলাবাজার এলাকার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্বাচনী প্রচারণাকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য। তারা বলেন, আপনাদের আন্তরিকতা,ভালোবাসা ও মনোযোগ সহকারে বক্তব্য শোনার মধ্য দিয়ে আমাদের মনে আরও শক্তি যুগিয়েছে।