আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এম এ হান্নান বিএনপির মনোনয়ন প্রাপ্ত হওয়ায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ননে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ
শুক্রবার বিকালে বুড়িশ্বর ঈদ মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমাবেত হন। পরে বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদ,আবদুল কাদির,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আজগর আলী,সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস আলী,ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার,উপজেলা মহিলা দলের নেত্রী লুৎফুর নাহার পাপড়ি,উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা শ্রমিকদল নেতা এমরান মিয়া, যুবদল নেতা আবদুল বাতেন শরীফ,উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল্লাহ আল মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ভুইয়া,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াসিন মাহমুদ,সদস্য সচিব খাইরুল বাশার রনি। উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছফিল মেম্বার,স্থানীয় বিএনপির নেতা মোহাম্মদ শাহজাহান ভূইয়া, মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুবদল সভাপতি আবদুল কাদের সেন্টুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,মহিলা দল,জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমএ হান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।