বগুড়ার শেরপুরে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:২২ পিএম
বগুড়ার শেরপুরে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে শীত নিবারণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কৈকি রানী তাঁতী (৭৩) নামের ওই নারী বুধবার সকালে চুলার আগুনে শীত পোহানোর সময় তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগারা গ্রামের বাসিন্দা কৈকি রানী তাঁতী বুধবার সকালে রান্না শেষ করে চুলার অবশিষ্ট আগুনে শীত নিবারণের চেষ্টা করছিলেন। অসাবধানতাবশত সেই আগুন তাঁর পরনের কাপড়ে লেগে যায়। দ্রুতই আগুন তাঁর শরীরে ছড়িয়ে পড়ে এবং তিনি গুরুতরভাবে দগ্ধ হন।

ঘটনার পর দ্রুতই কৈকি রানীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

কৈকি রানীর মৃত্যুতে তাঁর পরিবাওে শোকের ছায়া নেমে এসেছে। শাহবন্দেগী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, তিনি রাতে মৃত্যুর খবর পেয়েছেন এবং থানা-পুলিশের মাধ্যমে রাতেই তাঁর লাশ বাড়িতে আনা হয়েছে। শনিবার তাঁর মরদেহের সৎকার সম্পন্ন হবে। শেরপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে