পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি’র মশাল মিছিল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০১:২৪ পিএম
পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি’র মশাল মিছিল

পাবনা-৩ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে চাটমোহরে মশাল মিছিল করেছে বিএনপির মনোনয়নবঞ্চিত দুই নেতার কর্মী-সমর্থকরা। পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর) আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে বিএনপি’র একাংশের কর্মী-সমর্থকরা শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মশাল মিছিল করেছে। চাটমোাহর বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় বক্তারা পাবনা-৩ আসনে বহিরাগত প্রার্থী পরিবর্তন করে স্থানীয় নেতাদের মধ্য থেকে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বলেন,‘বহিরাগত কোন ব্যক্তিকে প্রার্থী করা হলে এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবে”। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সাধারণ মানুষ ও ধানের শীষের কর্মীরা বহিরাগত কোন প্রার্থীকে মানবেনা। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠণের অসংখ্য তো-কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। 

একই দাবিতে গত ১০ নভেম্বর বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার কর্মী-সমর্থকরা। এদিন কয়েক হাজার কর্মী-সমর্থক স্থানীয় বালুচর খেলার মাঠে সমাবেশ করে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে