চাঁদপুরের হাইমচরের সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান পেদাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থানার কর্মকর্তারা।
আজ রোববার, ১৬ নভেম্বর, দুপুর ১১টার দিকে হাইমচর উপজেলার নিজ বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি পুলিশ।
গ্রেপ্তারের প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন শাজাহান পেদা। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে আসছিলাম, পুলিশ চারপাশ ঘিরে ফেলেছে। কোনদিন কারাগারে যাইনি! জানি না কি হয়! আমার জন্য দোয়া করবেন।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার-সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে তারা নিশ্চিত নন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় নানা আলোচনার সৃষ্টি হয়। পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন। বিস্তারিত পরে জানানো হবে।