সুস্মিতা ফাউন্ডেশনের সভাপতি মাহাথির মাহমুদ রিয়াদ, সাধারণ সম্পাদক প্রান্ত অধিকারী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০২:৫৫ পিএম
সুস্মিতা ফাউন্ডেশনের সভাপতি মাহাথির মাহমুদ রিয়াদ, সাধারণ সম্পাদক প্রান্ত অধিকারী

"তোমার হাতেই হতে পারে - পরিবর্তন"এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন 'সুস্মিতা ফাউন্ডেশন' এর কমিটি গঠন উপলক্ষে ভার্চুয়ালে এক সভা সমাজকর্মী মাহাথির মাহমুদ রিয়াদের সভাপতিত্বে ১৪ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মাহাথির মাহমুদ (রিয়াদ )কে সভাপতি, প্রান্ত অধিকারীকে সাধারণ সম্পাদক ও হাসান বক্ত কাওসারকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১বছরের জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে দেশের সকল জেলা উপজেলায় দ্রুত নতুন এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এদিকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সুস্মিতা ফাউন্ডেশন -এর অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

কমিটির নবনির্বাচিত সভাপতি মাহাথির মাহমুদ রিয়াদ বলেন, আমরা যুব সমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা।

আপনার জেলার সংবাদ পড়তে