শোষিত মানুষের পাশে আজও অনুপ্রেরণার নাম ভাসানী, শ্রদ্ধা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:০৩ পিএম
শোষিত মানুষের পাশে আজও অনুপ্রেরণার নাম ভাসানী, শ্রদ্ধা জানালেন তারেক রহমান

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ১৬ নভেম্বর প্রকাশিত এক বাণীতে তিনি বলেন, ভাসানী ছিলেন শোষণবিরোধী সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠ এবং জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব।

বাণীতে তিনি উল্লেখ করেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত মানুষের পক্ষে আজীবন আপোষহীন নেতৃত্ব দিয়েছেন মওলানা ভাসানী। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, দেশমাতৃকার মুক্তি ও জনগণের অধিকার রক্ষায় তিনি ছিলেন পথপ্রদর্শক এবং তার অবস্থান সবসময় শোষিত মানুষের পাশে ছিল।

তারেক রহমান বলেন, স্বাধীনতা সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভাসানীর ভূমিকা ছিল অনন্য। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি ছিলেন উজ্জ্বল আলোকবর্তিকা। তার নির্ভীক নেতৃত্ব দেশের মানুষকে সাহস জুগিয়েছে এবং তার হুংকারে শোষক গোষ্ঠীর ক্ষমতার আসন নড়বড়ে হয়ে যেত। তিনি মনে করিয়ে দেন, দুর্দিনে জনস্বার্থের পক্ষে দাঁড়ানোর কারণেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন ভাসানী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, মানবাধিকার, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামে ভাসানীর আদর্শ আজও অনুপ্রেরণা হয়ে আছে। তার দেশপ্রেম এবং মানবতার পক্ষে অবস্থান আজও পথ দেখায়। তারেক রহমানের মতে, ভাসানীর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে পারলেই দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।

আপনার জেলার সংবাদ পড়তে