জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছেন ৫ ডিসেম্বর। রায়েরবাজার গণকবরে শহিদদের ফরেনসিক শনাক্তকরণ শুরু হবে ৭ ডিসেম্বর। রোববার ১৬ নভেম্বর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে গণকবর জিয়ারত শেষে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি বলেন যে জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের সমন্বয়ে রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করা হবে এবং সেখান থেকেই পুরো কার্যক্রম পরিচালিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দীর্ঘদিনের অপেক্ষার পর এই শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হলে শহিদ পরিবারের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে।
উপদেষ্টা জানান যে সিআইডি এই কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করবে এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ধাপ তদারকি করবে। শহিদদের পরিচয় নির্ধারণে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গণকবর জিয়ারতের পর আসিফ মাহমুদ জুলাই শহিদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন। তিনি বলেন যে একই নকশায় নির্মিত এই বাঁধাই কাজ সম্পন্ন হলে স্মৃতিচিহ্নগুলো আরও সুরক্ষিত থাকবে এবং স্বজনরা সম্মানের সঙ্গে সেখানে হাজির হতে পারবেন।