সিলেটে বাস ও হাসপাতাল পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:৪১ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:৩৬ পিএম
সিলেটে বাস ও হাসপাতাল পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রোববার (১৬ নভেম্বর) ভোর রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিং এলাকায় প্রবেশ করে। পরে তারা অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং দুর্বৃত্তদের শনাক্তে অভিযান চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। পুরো বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।” অন্যদিকে কুমারগাও এলাকায় আরো একটি পার্কিং বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উভয় ঘটনায় পুলিশের পক্ষথেকে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান হয়।

আপনার জেলার সংবাদ পড়তে