ফ্যাসীবাদ আওয়ামী সরকার দিনের ভোট রাতে মেরে নিয়েছে। এবার দিনের ভোট রাতে আর হবেনা। এমনটিই বলছিলেন মুফতি আমীর হামজা। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় নির্বাচনী গনসংযোকালে ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী মুফতি আমীর হামজা। রোববার (১৬ নভেম্বর) দুপুরে আইলচারা বাক্স ব্রীজ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের নেতা হামিদুল ইসলাম, মাওলানা ইয়াসির আরাফাত, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা হাফিজুর রহমান জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তিনি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বড় আইলছারা গ্রামে নির্বাচনী গণসংযোগকালে কৃষকের ধান মাড়াই করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।