বাবুগঞ্জ উপজেলা শাখার জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে মোঃ কামাল শিকদারকে আহবায়ক ও মোঃ হুমায়ুন কবির ভাসাইকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের বরিশাল জেলা (দক্ষিণ) সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কমিটিতে মোঃ মাকসুদুর রহমান,মোহাম্মদ জুবায়ের বিন আনোয়ার, মোঃ আল-আমিন হোসেন, মোঃ সেন্টু আকন,মোঃ শহিদুল ইসলাম বিশ্বাসকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও মোঃ আলম বাদশা, মোঃ রাসেল মৃধা, মোঃ শহীদুজ্জামান হিরো এবং মোঃ মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। আহবায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি করে বরিশাল জেলা দক্ষিণ কর্মজীবী দলের দপ্তরে জমা দেয়ার জন্য বলা হয়েছে।