মেলান্দহে ইসলামি সম্মেলন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ পিএম
মেলান্দহে ইসলামি সম্মেলন

জামালপুরের মেলান্দহের নলকুড়ি দারুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে ইসলামি মহা সম্মেলন বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়। শিক্ষানুরাগি-সমাজসেবক আব্দুল হামিদ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির। প্রধান আলোচক ছিলেন-ঢাকা মীরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুন নুর আল মাদানী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাড্ডা বেরাইদ মাদ্রাসাতুল ফোরকানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ বিন হারিস, বংশাল মাদ্রাসাতুল হাদিসের পরিচালক মাও. আব্দুল হালিম মাদানী, নরসিংদী সালাফিয়া মাদ্রাসার মুদারিস মাও. মুহসিন আলম, মাও. শফিকুল ইসলাম, জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী ও জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন মিয়া, নাংলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আলী প্রমুখ। সভায় ধর্মীয় আলোচনা শেষে দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে